মহাসড়কে দীর্ঘ জট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা
চলমান কঠোর বিধিনিষেধে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণায় গতকাল শনিবার নানা দুর্ভোগ নিয়ে ঢাকায় ফেরেন অনেক শ্রমিক। এরপর সন্ধ্যায় ঘোষণা দেওয়া হয় আজ দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকদের চলাচলের জন্য গণপরিবহন চলবে।
এ ঘোষণার পর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যান। এখন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা।
দেখা গেছে, গণপরিবহন চলাচলের নির্দেশনা থাকলেও পর্যাপ্ত গণপরিবহন নেই। কর্মজীবী মানুষ খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলযোগে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন। এতে একদিকে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে এসব কর্মজীবী মানুষকে। অন্যদিকে চরমভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে তাদের।
মহাসড়কে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, সরকার কর্তৃক নতুন ঘোষণায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কের বিভিন্ন এলাকায় হাইওয়ে পুলিশ জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি।