শিরোনাম

৬ মাসে ডিবিএইচের মুনাফা বেড়েছে ৮১ শতাংশ

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২১, ০৩:৫৭ অপরাহ্ন   |   কর্পোরেট


দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) চলতি ২০২১ হিসাব বছরের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। 
আলোচ্য সময়ে কোম্পানির কর পূর্ববর্তী মুনাফা হয়েছে ৮৪ কোটি ৪৪ কোটি টাকা যা আগের বছরের চেয়ে ৫৫ শতাংশ বেশি। একই সময়ে ডিবিএইচের কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৯ কোটি ৬৯ লাখ টাকা। ফলে নিট মুনাফা বেড়েছে ৮১ শতাংশ।

গতকাল শনিবার ৩১ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবিএইচ। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের অর্ধ-বার্ষিকে পরিচালন মুনাফা হয়েছে ৯৬ কোটি ২৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৪ শতাংশ বেশি। আলোচ্য ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮০ পয়সা, যা আগের বছরের এই সময়ে ছিল ১ টাকা ৫৩ পয়সা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ টানা ১৬ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং 'ট্রিপল এ' অর্জন করেছে।

কর্পোরেট এর আরও খবর: