শিরোনাম

বিজিএমইএ সভাপতির সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিম্যাথ সামির সাক্ষাৎ

 প্রকাশ: ২২ জুন ২০২১, ০৩:৪২ অপরাহ্ন   |   দূতাবাস


বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিম্যাথ সামির। গতকাল সোমবার ২১ জুন ২০২১ইং তারিখ বিজিএমইএ অফিসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী ও মালদ্বীপ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি আহমেদ ফাজিল। সাক্ষাতের সময় বাংলাদেশ থেকে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাকের রফতানির ব্যাপারে উদ্যোগ নিতে হাইকমিশনারকে অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি। 
তিনি বলেন, যেহেতু মালদ্বীপ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এবং দেশটিতে বছরব্যাপী পর্যটকদের আনাগোনা থাকে, তাই সেখানে স্বভাবতই রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাকের চাহিদা রয়েছে এবং বাংলাদেশী পোশাক রফতানিকারকরা এক্ষেত্রে উল্লিখিত পোশাক সরবরাহ করতে আগ্রহী।
এ সময় বিজিএমইএ সভাপতি ও মালদ্বীপের হাইকমিশনার বাংলাদেশ থেকে মালদ্বীপে পোশাক রফতানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলোচনা করেন।

দূতাবাস এর আরও খবর: