দেশব্যপী সিনোফর্ম ভ্যাকসিন পৌঁছে দিয়েছে বেক্সিমকো ফার্মা
 
                                                                                                কোল্ড চেইন নিশ্চিত করে  বিশেষ পরিবহন ব্যবস্থায় দেশের ৬৩টি জেলায় চীন সরকারের কাছ থেকে উপহার স্বরূপ প্রাপ্ত ১১ লক্ষ ডোজ সিনোফর্ম ভ্যাকসিন পৌঁছে দিয়েছে বেক্সিমকো ফার্মা।
সরকারের কোভিড ১৯ টিকাদান কর্মসূচিতে  চীন সরকারের কাছ থেকে উপহার স্বরূপ প্রাপ্ত ১১ লক্ষ ডোজ সিনোফর্ম ভ্যাকসিন দেশব্যপী বিতরণ সম্পন্ন করেছে হওয়ার পর আজ  শনিবার থেকে সরকার এই ভ্যাকসিন প্রয়োগ  কার্যক্রম  শুরু করতে যাচ্ছে। বেক্সিমকো দেশব্যপী  কভিশিল্ড  ভ্যাকসিন বিতরণের পাশাপাশি  চীন থেকে প্ৰাপ্ত  ভ্যাকসিন পরিবহনেও সহযোগিতার মাধ্যমে দেশের  কোভিড ১৯ টিকাদান কর্মসূচিতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে ।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            