ভারত-চীন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন
 
                                                                                                 উজবেকিস্তান সফরকালে ভারত, চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১৩ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন জানান, উজবেকিস্তান সফরকালে রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হবে। এসব বৈঠকে রোহিঙ্গা, টিকা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে।
ড. মোমেন বলেন, মিয়ানমারের সেনাপ্রধান কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলেন। আমিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরতে চাই।
তিনি আরও বলেন, চীনের পররাষ্ট্র ওয়াং আইয়ের সঙ্গে সেখানে বৈঠক হবে। চীন জানিয়েছে, আমাদের আরও ১০ লাখ টিকা উপহার দেবে। বৈঠকে টিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
বুধবার (১৪ জুলাই) তাসখন্দের উদ্দেশে ঢাকা ছাড়বেন ড. মোমেন। তাসখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’-শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।
তাসখন্দের সম্মেলনে ৪০ টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী ১৯ জুলাই ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            