জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
 
                                                                                                নেত্রকোনায় বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বুধবার নেত্রকোনা শহরের মোক্তাপাড়া এলাকার নিজ বাসায় ১২ জনের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার চেক হস্তান্তর করেন। ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ-সহ অন্যান্য জটিল রোগে আক্রান্তদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। তিনি সারাদেশে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তাসহ যা যা করণীয় তাই করছেন। সকলকে সততা, নিষ্ঠা, বিচক্ষণতা ও দক্ষতা দিয়ে প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। 
 এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক আলালউদ্দিন, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তারেক হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            