ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকল্প বাস্তবায়নের জন্য জমি দিলেন আইনমন্ত্রী
 
                                                                                                
                                    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার শত কোটি টাকার আটকে পড়া প্রকল্প বাস্তবায়নের জন্য জমি কিনে দিচ্ছেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌরবাসীর ঘরে ঘরে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি শহরের জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ও পয়ঃনিষ্কাশনে  ব্যাপক উন্নতি হবে। পৌরসভা সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভায় ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৯ সালে ১২০ কোটি টাকার একটি প্রকল্প দেয় বিশ্বব্যাংক। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নে দ্রুত সময়ে পৌর কর্তৃপক্ষ চাহিদামাফিক জমি কিনতে না পারায় প্রকল্পটি ভেস্তে যেতে বসে। এ অবস্থায় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের শরণাপন্ন হন। পরে আইনমন্ত্রীর হস্তক্ষেপ ও সুপারিশে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বিশ্বব্যাংক। আইনমন্ত্রী আনিসুল হক নিজে আগ্রহী হয়ে পৌরসভাকে দান করার জন্য শহরের তারাগনে অর্ধ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩৩ শতাংশ জমি কিনেছেন। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, পৌরসভা জমি কিনতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন। এতে প্রকল্পটি চলে যেতে পারে। এ অবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক জমি কিনে পৌরসভাকে দান করার ঘোষণা দিয়েছেন। এতে পৌরবাসী বিরাট উপকৃত হলো। আইনমন্ত্রী মানুষকে ভালোবাসেন। জমি দানের মাধ্যমে তা আবারও প্রমাণ দিয়েছেন। এ অবদানের জন্য পৌরবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
                                
                            
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            