বিনা লাইসেন্সে খাদ্য মজুত করে সরকারকে বিপাকে ফেলবেন না: ময়মনসিংহে খাদ্যমন্ত্রী
 
                                                                                                এইচ. এম জোবায়ের হোসাইন:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি প্রনোদণা পেয়ে চাষিরা প্রচুর খাদ্য উৎপাদন করেছে। এখন অনেকেই সেই খাদ্য মজুত করছেন। বিনা লাইসেন্সে খাদ্য মজুত করে কেউ সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করবেন না। তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের সিএসডিতে নবনির্মিত অফিস ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য সচিব নাজমানারা খানম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান উপস্থিত ছিলেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            