শিরোনাম

সেন্টমার্টিন্সে দুঃস্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর ঈদ উপহার সামগ্রী প্রদান

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০৮:২৬ অপরাহ্ন   |   নৌবাহিনী


করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সেন্টমার্টিন্স এর স্থানীয় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৭-০৭-২০২১) কমান্ডার বিএন ফ্লীট এর অধীনে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতা সেন্টমার্টিন্স দ্বীপের স্থানীয় দুঃস্থ ও অসহায় ৪০০ পরিবারের মাঝে ঈদের পোশাক ও খাদ্য সহায়তা প্রদান করে। এসময় ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ী,  লুঙ্গি, পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাক বিতরণ করা হয়। তাছাড়া খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সেমাই, চিনি ও গুড়া দুধ প্রদান করা হয়। 

উল্লেখ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নৌবাহিনী এর আরও খবর: