জাতীয় সংসদের ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৩৩৬ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে
 
                                                                                                আজ রোববার (৩০ মে) জাতীয় সংসদ সচিবালয় কমিশন বৈঠকে বরাদ্দ বাড়িয়ে জাতীয় সংসদের আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বাজেটে ৭ দশমিক ১২ শতাংশ বরাদ্দ বাড়িয়ে ২০২১-২০২২ অর্থবছরে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা, উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকাসহ ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৷ এটি গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা বেশি।
সংসদ সচিবালয় কমিশন বৈঠকের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের অর্গানোগ্রাম সুবিন্যস্ত করা হয়েছে জানিয়ে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘ প্রতিবছর কমিশন বৈঠকে অ্যাডহক-ভিত্তিতে পদ সৃষ্টির প্রস্তাব আনা হয়। এভাবে অ্যাডহকভিত্তিতে না করে সুনির্দিষ্ট করে প্রস্তাব আনার জন্য বলা হয়েছিল। সেই হিসেবে এবার প্রস্তাব আনা হয়। সেখানে কিছু শাখা বাড়ানোর প্রস্তাব ছিল। কমিশন সেগুলোর অনুমোদন দিয়েছে। ১৩৭টি পদ বাড়ানোর প্রস্তাব এসেছে। কমিশন কর্মকর্তা পর্যায়ে পদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। নিচের দিকে কিছু পদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে ৫০ থেকে ৫৬টির মতো পদ বাড়বে।’
বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বিরো ধীদলীয় উপনেতা জি এম কাদের বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।
এ বাজেটে নতুন অর্থবছরে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা, উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকাসহ ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা বেশি। ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব প্রাপ্তির বাজেট প্রাক্কলনে ২ কোটি ৭৪ লাখ টাকা, ২০২২-২৩ অর্থ বছরের প্রক্ষেপণে ৩ কোটি ৭ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রক্ষেপণে ৩ কোটি ৪৪ লাখ টাকা রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে ২ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব আদায়ের বিপরীতে গত ৯ মাসে আদায় হয়েছে ৫৮ লাখ ৮০ হাজার টাকা।
বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘গত বছর করোনাভাইরাস মহামারির কারণে সংসদ সদস্যদের কোনও ভ্রমণ হয়নি। কোনও সংসদ সদস্য এবং কর্মকর্তা ভ্রমণে যাননি। এজন্য বেশকিছু খরচ কম হয়েছে। সেই টাকাটা আমরা ফেরত দিয়েছি।’
স্পিকার বলেন, ‘গত বছর কমিশন বৈঠকে আমরা যেসব সিদ্ধান্ত নিয়েছিলাম, তার একটি বাদে সবগুলোই বাস্তবায়ন হয়েছে। গতবার আমরা সংসদীয় কমিটির সভাপতির অফিসে টেলিভিশন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি।’
গত কমিশন বৈঠকে ডেপুটি স্পিকার ও প্রধান হুইপের নিরাপত্তা সংক্রান্ত পুলিশ প্রটেকশনের জন্য ২টি ডাবল কেবিন পিকআপ ভ্যান এবং স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত একটি অ্যাম্বুলেন্স টিওঅ্যান্ডইএ অন্তর্ভুক্তকরণ, সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে ১১টি নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হয়।
এছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ১৯৯৪ সংশোধন, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সংসদীয় কমিটির সভাপতিদের কার্যালয়ে ২১ ইঞ্চি বক্স টেলিভিশনের পরিবর্তে ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন সরবরাহ অনুমোদন, সংসদ সচিবালয়ের সমন্বয় সভা এবং অধিবেশন প্রস্তুতিমূলক সভায় সরবরাহকৃত নাস্তার জনপ্রতি বরাদ্দ ও সংখ্যা বৃদ্ধি, সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি, মেরামতসহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের জন্য সুপারিশ করে কমিটি।
এ বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            