সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ০১
শুক্রবার বন্দর নগরীর ডবলমুরিং মডেল থানার হাজী কাচ্চি ঘরে যান মোঃ ইমরান। কিন্তু এসময় হোটেলে বিরিয়ানি না থাকায় উত্তেজিত হয়ে যান এবং নিজেকে সাংবাদিক পরিচয় দেন। হোটেলের লোকজন তাকে শান্ত করতে এগিয়ে এলে সে ১ প্যাকেট বিরিয়ানি ও ১০০০ টাকা দাবী করেন। অন্যথায় 'লাইভে' গিয়ে হোটেলের সুনাম ক্ষুন্ন করার হুমকি দেন। বিষয়টি নগরীর ডবলমুরিং মডেল থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে মোঃ ইমরানকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য মোঃ ইমরানের বিরুদ্ধে ২ টি মামলা, তার বাবা আব্দুর রহমান বাবুলের বিরুদ্ধে ০২ টি ও মা শারমিন প্রকাশ শামীমা এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।