চট্টগ্রাম রেলওয়ে জেলার আওতাধীন ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে
 
                                                                                                গতকাল ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ী, সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ী এবং ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ীর  উদ্যোগে এবং আজ চাঁদপুর রেলওয়ে থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। 
সভায় ট্রেনের টিকেট কালোবাজারী বন্ধ , বিনা টিকেটে যাত্রী পরিবহন বন্ধ, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ, ট্রেনে চোরাচালান ও মাদকদ্রব্য পরিবহন বন্ধে উপস্থিত সকলের সহযোগিতা চাওয়া হয় এবং ঐসকল কর্মকান্ডের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। ট্রেনের টিকেট কালোবাজারী বন্ধ , বিনা টিকেটে যাত্রী পরিবহন বন্ধ, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ, ট্রেনে চোরাচালান ও মাদকদ্রব্য পরিবহন বন্ধে সকলের সহযোগিতা চেয়ে কারো নিকট কোন গোপন সংবাদ থাকলে তা রেলওয়ে পুলিশকে অবহিত করার জন্য উপস্থিত সকলের নিকট অনুরোধ করলে সভায় সকলেই রেলওয়ে পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন মর্মে জানান। 
অন্যদিকে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ করা হয় এবং সকলের নিকট মাস্ক বিতরণ করা হয়। এই ধারাবাহিক কার্যক্রমের আওতায় আজ  চট্টগ্রাম রেলওয়ে থানার উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও প্লাটফর্ম এলাকায়  ট্রেনে ভ্রমণরত যাত্রী সাধারণকে কোভিড-১৯ প্রতিরোধে ট্রেনে ভ্রমণকালে মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ করেন। ট্রেনে ভ্রমণরত যেসকল যাত্রীদের মাস্ক নাই তাদের নিকট মাস্ক বিতরণ করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            