শিরোনাম

কুমিল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ কারবারি ও ২ পরোয়ানাভুক্ত আসামি আটক

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ১২:১৭ পূর্বাহ্ন   |   পুলিশ


কুমিল্লায় বুড়িচং থানা পুলিশ গতকাল ১৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারি ও ২ পরোয়ানাভুক্ত আসামিকে আটক করে।
১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করে বুড়িচং থানার পুলিশ। যার মামলা নং-৩৫, তাং-২৫/০৬/২০২১খ্রি:, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সারণি ১৯(খ)/৪১ রুজু করা হয়। 
অন্যদিকে ৫ কেজি গাঁজাসহ আরেকজন মাদক কারবারিকে আটক করে বুড়িচং থানা পুলিশ।যার মামলা নং-৩৪, তাং-২৫/০৬/২০২১খ্রি:, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সারণি ১৯(ক)/২৬/৪১ রুজু করা হয়। 
এছাড়া জিআর তামিল-জিআর-৫৫৬/২১ -এর গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি মোছা. সুরাইয়া প্রঃ সুরমী, স্বামী : পারভেজ, গ্রাম: শংকুচাইল, থানা : বুড়িচং, জেলা : কুমিল্লা। 
সিআর তামিল- সিআর-১১১/২১ এর গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি শামীম, পিতা : আঃ ফজল চুয়ান, গ্রাম : শাহীরামচন্দ্রপুর, থানা : বুড়িচং, জেলা : কুমিল্লা।
সিআর রিকল-সিআর-৪২৩/২১ এর গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি মো. সুমন, পিতা : মোসলেম উদ্দিন, গ্রাম : শোভারামপুর, থানা : বুড়িচং, জেলা : কুমিল্লা। 
আটক করা আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ এর আরও খবর: