চট্টগ্রামে জুতা বিক্রির নামে মোবাইল ও টাকা ছিনতাই আটক ২
 
                                                                                                চট্টগ্রামের কোতোয়ালীতে গত শুক্রবার ৯ জুলাই ২০২১ইং তারিখে মো. শহীদুল্লাহ প্রকাশ শহীদ (৩০) নামে এক সবজি বিক্রেতা দিবাগত রাত ১টার সময় কাঁচা বাজার ক্রয় করার জন্য পায়ে হেঁটে রিয়াজ উদ্দিন কাঁচা বাজার যাওয়ার পথে তার পায়ের জুতা ছিড়ে যায়। 
তিনি জুতাগুলো হাতে নিয়ে কোতোয়ালী থানাধীন নুপুর মার্কেটের সামনে পৌছলে অজ্ঞাতনামা দুইজন যুবক তাকে জুতা  হাতে কেন জানতে চাইলে তিনি বলেন জুতা ছিড়ে গেছে। ওই সময় তাদের জুতার দোকান আছে বলে তাকে কোতোয়ালী থানাধীন নুপুর মার্কেটের সামনে পুরবী বেকারির গলিতে যাওয়ার জন্য বলে। 
তিনি সরল বিশ্বাসে দোকান থেকে জুতা কেনার জন্য তাদের সঙ্গে যান। তিনি গলির ভেতর অন্ধকারাচ্ছন্ন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা আরও দুইজনের সহযোগিতায় তার সঙ্গে থাকা নগদ ৭ হাজার ৬০০ টাকা ও তার ব্যবহৃত VIVO Y11 মডেলের মোবাইল সেট ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় তিনি বাদি হয়ে নগরীর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
এ মামলার তদন্তকারী অফিসার এসআই মো. সাদ্দাম হোসেন। তিনি মামলার তদন্তকালে বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে আসামিদের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. তারেক (২৫) ও মো. আব্বাস উদ্দিনকে (২০) গতকাল রোববার ১১ জুলাই ২০২১ইং তারিখ দিবাগত রাত অনুমানিক ২টা ৫ মিনিটের সময় কোতোয়ালী থানাধীন নুপুর মার্কেট পাখি গলির সাতকানিয়া ভাতঘরের ভেতর থেকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            