শিরোনাম

রাজবাড়ীতে জেলা পুলিশ ও পুনাক এর পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০৮:২৪ অপরাহ্ন   |   পুলিশ


খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ, বিপিএম(বার) পিপিএম (বার) এর সহধর্মিনী জীশান মীর্জা, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ (পুনাক) ইতিমধ্যে দেশে কারোনা মহামারীতে দুস্থদের মাঝে বিভিন্ন ধরণের সাহায্য সাহায্য সহযোগিতা করে এক নজীর স্থাপন করেছেন।

তারই ধারাবাহিকতায় রাজবাড়ী পুনাক সভানেত্রী  তামান্নুর মোস্তারী অন্যান্য পুনাক সদস্যদের সাথে নিয়ে  ঈদ-উল-আযহা ২০২১ উপলক্ষে ২০ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ লাইন্স ড্রিল সেড অসহায় খেটে খাওয়া ২০০ জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ীর  পুনাক সভানেত্রী  তামান্নুর মোস্তারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

এছাড়াও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো: সালাউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার হেটকোয়াটার আনিসউজ্জামন, ডি আই ওয়ান মোঃ সাইদুর রহমান ও পুনাকের সদস্যরা।

প্রতি প্যাকেটে ছিল এক কেজি গরুর মাংস,১০কেজি চাউল, ২কেজি আলু,১কেজি পেয়াজ, ১লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি ও ২প্যাকেট সেমাই।

পুনাক রাজবাড়ী জেলা শাখার সভানেত্রী ঈদ উপলক্ষে অসহায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী  তুলে দিতে পেরে আনন্দ অনুভব করছেন। ভবিষ্যতে রাজবাড়ী পুনাক আরো বড় পরিসরে অসহায় ও দুস্থদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ এর আরও খবর: