করোনায় মারা যাওয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শককে স্মরণ করলো সহকর্মীরা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) মারা যান গত বছরের ১৮ মে। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন। এক বছর পার হওয়ায় তাকে স্মরণ করলো সহকর্মীরা
গতবছর করোনাভাইরাস পজেটিভ হওয়ায় গত ১১ মে এসআই মজিবুর রহমান তালুকদারকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় উল্লেখ করে তিনি আরও জানান, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মজিবুর রহমান ১৮ মে সোমবার সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।
তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।