গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি শহীদ মারা গেছেন
 
                                                                                                মশিউর রহমান কাউসার (গৌরীপুর):
 ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম অন্তর (৪৭) আর নেই। তিনি  ভোর ৪টা ৪৫মিনিটে বিছানায় অচেতন ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
 তার প্রথম জানাযা সরকারি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় জানাযা লংক্ষাখোলা স্কুল মাঠে ২টা ৩০মিনিটে।
তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। গৌরীপুর সরকারি কলেজে অধ্যয়নকালীন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০০১ সালে ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            