আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত জামালের পরিবারকে ইউএনও, চেয়ারম্যানের আর্থিক সহায়তা
 
                                                                                                এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত জামালের পরিবারকে ইউএনও এবং চেয়ারম্যান আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শুক্রবার (১১ জুন) বেলা ১১টার দিকে নিহতের জানাযায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ ৫০ হাজার এবং ৫নং বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন ১০ হাজার টাকার এই নগত সহয়তা প্রদান করেন।
এাময় জানাজায় অংশ নিয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, নিহত জামাল পেশায় রাজমিস্ত্রি। তাদের মৃত্যুতে পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা পূরণ করার মতো নয়। উপজেলা প্রশাসন থেকে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
উল্লেখ্য যে, আজ (১১ জুন) ভোরে উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামে বাঘমারার চরে (গুচ্ছি গ্রামে) চলমান নির্মাণাধীন প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোঃ জামাল (২৮) নামে এই যুবককের মৃত্যু হয়েছে।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            