ভালুকায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুদান শাখার চেক বিতরণ
 
                                                                                                জাহিদুল ইসলাম  খান (ভালুকা):
ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার ২০/৭/২০২১ ইং দুপুর ১ টায় উপজেলা পরিষদের হল রুমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান শাখা হতে ২০২০-২০২১ অর্থ বছরে ভালুকা উপজেলার ৪৪ টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ, মন্দির, চার্চ, কবরস্থান, শ্মশাণঘাট) এর  অনুকুলে বরাদ্দকৃত অর্থ (মোট-১২,৫৫,০০০/-টাকা) চেক বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ। 
এ সময় প্রধান অতিথি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতির নিকট অনুদানের চেক তুলে দেন। তিনি সকল ধর্মের উপাসনালয়ের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            