ভূমি অধিগ্রহণ ইউটিলিটি স্থানান্তর প্রকল্প এলাকা পরিদর্শন
 
                                                                                                সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গঠিত কমিটি কর্তৃক 'ভূমি অধিগ্রহণ ইউটিলিটি স্থানান্তর প্রকল্পঃ সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)- সিলেট- তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্প' এর অধীন নরসিংদী জেলার মাধবদী এলাকা পরিদর্শন।
২৩ জুলাই ২০২১ নরসিংদী জেলার মাধবদী এলাকায় উক্ত প্রকল্পের অধীনে বাস্তবায়নের জন্য নির্ধারিত অংশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা উইং) জাকির হোসেন এর নেতৃত্বে গঠিত কমিটি কর্তৃক পরিদর্শন করা হয়। 
পরিদর্শনকালে কমিটির সদস্য উপসচিব (বিআরটিএ অধিশাখা) সৈয়দা ফারহানা কাউনাইন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রকল্পটির পরিকল্পনা, চ্যালেঞ্জ মোকাবেলা ও বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণের বিষয়ে নিজস্ব অভিমত তুলে ধরেন।
এর পূর্বে নরসিংদী সার্কিট হাউজে প্রকল্পটির বর্ণিত অংশের রূপরেখা উপস্থাপন করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            