ময়মনসিংহে কোচিং চালু করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আজ ২২ জুন ময়মনসিংহ নগরীর বাউন্ডারী রোড, গুলকিবাড়ি এলাকায় কোচিং সেন্টারগুলো চালু রেখে পাঠদানের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করছে মর্মে অভিযোগ পাওয়া যায়। বর্ণিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন কর্তৃক উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাঈদুল ইসলাম। এসময় কোচিং সেন্টার পরিচালনাকারী কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় যে ভবিষ্যতে তারা এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে। কোচিংগুলো হলো- পলাশ স্যারের প্রাইভেট প্রোগ্রাম, সানসাইন প্রাইভেট প্রোগ্রাম (বাউন্ডারি রোড), নজরুল সেনা স্কুল সংলগ্ন লেকচারার সারোয়ার রহমান কোচিং সেন্টার। মুচলেকা প্রদানকারী ৫ জন অভিযুক্ত ব্যাক্তিকে পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তর্কতা দেয়া হয়। এসময় উপস্থিত অভিভাবকদের করোনা সংক্রমণের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ করা হয়।