টিবি হাসপাতালের দুই উপ-পরিচালকের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিলো দুদক
শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের মালামাল ক্রয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে ১টি বিলের মাধ্যমে এক কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮৮ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ও বর্তমান উপ-পরিচালকের সঙ্গে প্রমিক্স লিমিটেডের স্বত্বাধিকারী মৌসুমী ইসলাম জড়িত। আরেকটি মামলার অভিযোগ বলা হয়, টিবি হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. ইমরান আলী, উপ-পরিচালক ডা. মো. আবু রায়হান ও মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মুন্সী ফররুখ হোসাইন মালামাল ক্রয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে তিনটি বিলের মাধ্যমে ২ কোটি ৪২ লাখ৮৩ হাজার ৯৭৬ টাকা আত্মসাত করেন।
একইভাবে হাসপাতালটির সাবেক ও বর্তমার উপ-পরিচালকের সঙ্গে নির্বার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকালী ২০১৭-১৮ অর্থবছরে মালামাল ক্রয় করে একটি বিলের মাধ্যমে ৫৬ লাখ ৮০ হাজার৩০০ টাকা আত্মসাত করেন বলে অভিযোগ আনা হয়।
রাজধানী শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসাপাতালে সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসপাতালটির সাবেক উপ-পরিচালক ডা. মো. ইমরান আলী ও বর্তমান উপ-পরিচালক ডা. মো. আবু রায়হান ছাড়াও তিনটি মামলায় পৃথকভাবে আফসানা ইসলাম কাকলী, মুন্সী ফররুখ হোসাইন ও মৌসুমী ইসলামের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। আজ মঙ্গলবার ১ জুন দুপুরে দুদক প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যকে বিষয়টি জানান দুদক সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। সরকারি মালামাল ক্রয় করার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন করে কমিশন।