শিরোনাম

এখন বিআরটিএ-এর যেকোনো ফি বিকাশ করুন ঘরে বসেই

 প্রকাশ: ৩১ মে ২০২১, ০৯:১০ অপরাহ্ন   |   বিআরটিএ


বিআরটিএ সার্ভিস পোর্টালে গাড়ির লাইসেন্স, মালিকানা নিবন্ধন, ট্যাক্স টোকেন নবায়নসহ বিভিন্ন সেবার ফি বিকাশ করতে পারবেন আর ট্যাক্স টোকেন পেয়ে যাবেন ঘরে বসেই।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর সার্ভিস পোর্টালে অনলাইনে বিভিন্ন প্রকার সেবা প্রদান করা হয়ে থাকে। এখানে গাড়ির মালিক, ড্রাইভার ও গাড়ি বিক্রেতারা নিবন্ধন করতে পারেন এবং অনলাইনে ফি প্রদানের মাধ্যমে বিভিন্ন সেবার জন্য আবেদন করতে পারেন।

বিআরটিএ-এর সার্ভিস পোর্টালে যে সকল সেবা পাবেন

মোটরযান নিবন্ধন
মালিকানা স্থানান্তর
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট  
ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন
মোটরযানের ফিটনেস ইস্যু ও নবায়ন
ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন
রুট পারমিট ইস্যু ও নবায়ন
কীভাবে বিআরটিএ সার্ভিস পোর্টালে ফি বিকাশ করবেন?

যেকোনো ফি পেমেন্ট করার জন্য আপনার বিআরটিএ সার্ভিস পোর্টালে একাউন্ট থাকা লাগবে। যাদের একাউন্ট নেই তারা  https://www.ipaybrta.cnsbd.com/index/login

অ্যাড্রেসে ভিজিট করে একাউন্ট করে নিতে পারবেন। একাউন্ট করার পর আপনি বিভিন্ন সেবার জন্য অনলাইনে আবেদন এবং ফি পেমেন্ট করতে পারবেন।

আবেদনের জন্য প্রথমে নিচের যেকোনো লিংকে গিয়ে ইমেইল/মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে: