শিরোনাম

ফার্স্ট ফাইন্যান্সের এমডি হলেন মোহাম্মদ মোশারফ হোসেন

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১১:০২ পূর্বাহ্ন   |   কর্পোরেট


সম্প্রতি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন। 
তিনি ১৯৮৭ সালে উত্তরা ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং বিভিন্ন সময়ে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩২ বছরের পেশাগত জীবনের শেষভাগে তিনি উত্তরা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়  থেকে হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ মোশারফ হোসেন।

কর্পোরেট এর আরও খবর: