শিরোনাম

প্রতিদিন প্রায় ২৫০ টন অক্সিজেন উৎপাদন করছে জিপিএইচ ইস্পাত

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২১, ০১:৩৯ অপরাহ্ন   |   কর্পোরেট


করোনাভাইরাস মহামারির এ ক্রান্তিকালে প্রতিদিন দেশের অক্সিজেন চাহিদার বিপুল একটি অংশ সরবরাহ করছে জিপিএইচ ইস্পাত। করোনার সময় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটি ‘করোনা আক্রান্তদের জীবন সঞ্জীবনী অক্সিজেন’ স্লোগান নিয়ে নতুন এয়ার সেপারেশন ইউনিট স্থাপন করে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জিপিএইচ ইস্পাতের নতুন প্লান্টে বসানো হয়েছে দৈনিক ৩০০ টন উৎপাদন সক্ষমতার দক্ষিণ এশিয়ার অন্যতম বাংলাদেশের সবচেয়ে বড় এয়ার সেপারেশন প্লান্ট, যা অক্সিজেন প্লান্ট নামে অধিক পরিচিত। এ প্লান্টে প্রতিদিন ২২০ টন বায়বীয় অক্সিজেন, ২২-২৫ টন তরল অক্সিজেন উৎপাদিত হচ্ছে। এর মধ্যে নিজেদের ইস্পাত উৎপাদন ও পরিশোধনে ব্যবহার করা হচ্ছে দৈনিক ১৫০ টন এবং তরল অক্সিজেন স্পেক্ট্রার মাধ্যমে সিএসআর হিসেবে বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হচ্ছে। এ প্লান্টে প্রতিদিন বায়বীয় নাইট্রোজেন, তরল নাইট্রোজেন ও তরল আর্গন গ্যাস তৈরি করা হচ্ছে।

মহামারি করোনার এ সংকটের সময় জিপিএইচ ইস্পাত প্রথমবারের মতো দেশের প্রত্যন্ত উপজেলা পর্যায়ের হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতাল, ফিল্ড হাসপাতাল ও ২৭ এপ্রিল সম্মিলিত সামরিক হাসপাতালে এবং দ্বিতীয় ওয়েভে ২৮ এপ্রিল পুনরায় মা ও শিশু হাসপাতালে অক্সিজেন বিতরণ করেছে। করোনা মহামারিতে অক্সিজেনের এ ঘোর সংকট সময়ে যেকোনো প্রতিকূলতায় মানুষের পাশে থাকতে, মানুষের জন্য কাজ করে যেতে দৃঢ়তম প্রতিশ্রুতিতে প্রতিজ্ঞাবদ্ধ জিপিএইচ ইস্পাত।

কর্পোরেট এর আরও খবর: