রাজাপুরে ১ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
 
                                                                                                মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা এলাকা থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দু'জন মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ইন্দ্রপাশা গ্রামের শমসের ডাকাতের বসতঘরে তল্লাশী করে এই ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মাইনউদ্দিন। 
এসময় শমসের উদ্দিনের ছেলে খৈয়াম হোসেন (৩২) এবং একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তপু (৩৩) কে আটক করা হয়েছে। 
ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. মাইনউদ্দিন এবং মো. মোস্তফা এ অভিযানের নেতৃত্ব দেন। জব্দকৃত ইয়াবাসহ আটক দুজনকে রাতেই সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্চ খলিলুর রহমান।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            