সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিচ্ছেন ডিজিএফআই এর ডিজি মেজর জেনারেল মো. সাইফুল আলম
ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলম, যিনি বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ডিজিএফআইয়ের ডিজি মেজর জেনারেল সাইফুল আলম সেনাবাহিনীতে কমিশন পান বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির চতুর্দশ লং কোর্সের ক্যাডেট হিসেবে। তিনি ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী। বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের দায়িত্ব পাওয়ার আগে তিনি ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশালের এরিয়া কমান্ডার ছিলেন।