সংবাদমাধ্যমের নিরপেক্ষতা ও বাংলাদেশের বাস্তবতা
 
                                                                                                সত্যের সন্ধানে সাংবাদিকতা-সংবাদপত্রের একটি দার্শনিক অবস্থান। দর্শন, ও বিজ্ঞান সত্য অনুসন্ধান করে, সত্য প্রকাশ করে এবং সত্যের পথে চলতে চেষ্টা করে। মানুষ সত্য জানতে চায়। সত্য অনুসন্ধানকে সত্যপূজারি সাংবাদিকরা তাই কখনো কখনো ধর্ম থেকে চয়ন করেন এবং বলেন ‘সত্যকে প্রকাশ করো এবং সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না’। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাই একসময় লিখেছিলেন- সাদাকে সাদা বলো এবং কালোকে কালো বলো। তিনি এমন কথা বলেছিলেন এ জন্য যে তখনকার শাসকরা সংবাদমাধ্যমকে বাধ্য করত বা প্রভাবিত করত রাজনীতিবিদের বিতর্কিত করতে মিথ্যা বা খণ্ডিত সংবাদ পরিবেশনে।
সেই ধারা আজও যে অব্যাহত নেই, এমন দাবি কি সংবাদপত্র করতে পারবে? এখনকার সংবাদপত্র হয় কোনো রাজনৈতিক আদর্শকেন্দ্রিক অথবা তারা কোনো না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি অঙ্গসংস্থা। কারণ তথ্য এখন মূল্যবান সম্পদ। এর বাণিজ্যিক মূল্য অনেক। সবাই তাই তথ্য সংগ্রহে নেমেছে সম্পদ অর্জনের উপায় হিসেবে। জ্ঞান এখন পণ্য হয়ে গেছে। বর্তমান যুগে খুবই কমসংখ্যক সাংবাদিক আছেন, যারা আপস করতে পারেন না।
মনে করুন, সরকার কোভিড ভ্যাকসিন আমদানি করবে কিংবা স্থানীয়ভাবে উৎপাদন করবে। এই সংবাদটি একজন ব্যবসায়ীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সংবাদটি কেনাবেচা হতে পারে। ধরা যাক, ফাইজার ভ্যাকসিন বাংলাদেশ উৎপাদন করবে। ফাইজার আমেরিকান কোম্পানি। অপরদিকে রাশিয়া, চীন, যুক্তরাজ্য প্রতিযোগিতা করছে। তারা চাইবে প্রতিযোগিতায় টিকতে। এখন যদি আগেই ফাঁস হয়ে যায় বাংলাদেশ ফাইজার থেকে ভ্যাকসিন নেবে, তবে তাতে অনেক ধরনের সমস্যা হতে পারে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            