প্রধানমন্ত্রীর কারণে পুলিশের আর্থিক-সামাজিক মর্যাদা বেড়েছে: আইজিপি
 
                                                                                                 পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বর্তমানে পুলিশ বাহিনীর আর্থিক এবং সামাজিক মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তার চৌকশ নির্দেশনায় করোনাসহ দেশের যে কোনো পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে পুলিশ।
তিনি সোমবার (৩১ মে) দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে নওগাঁয় পুলিশ কো-অপারেটিভ সোসাইটির অত্যাধুনিক শপিং মলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।
এসময় তিনি আরও বলেন, এখন পুলিশ বাহিনীর সব সদস্য সম্মানজনক বেতন-ভাতা পেয়ে থাকেন। দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার পুলিশের কল্যাণে অনেক উদ্যোগ নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে গর্বিত পুলিশ বাহিনী আমাদের স্বাধীনতাযুদ্ধে যেমন গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনই এখন তারই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশের সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দিন আহমেদ নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় তার নিজস্ব ৪৬ শতাংশ জমি জেলা পুলিশকে দান করেন। সেই জমিতে জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে এ শপিংমল নির্মাণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ শপিংমলের পাশে অন্য অংশে একটি আধুনিকমানের ভবন নির্মাণ করা হবে। যেখানে ভিকটিম সাপোর্ট সেন্টার, পুলিশ ম্যাস এবং বাণিজ্যিক ফরমেশনসহ বিভিন্ন সুবিধা থাকবে।
দুপুরে শহরের বাঙ্গাবাড়িয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন-সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দিন আহমেদ (জমি দাতা), রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশীদসহ অনেকে। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            