মশক নিধনে ড্রেনে মাছ অবমুক্ত করলেন মসিক মেয়র টিটু
 
                                                                                                এইচ এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহ সিটির মশক নিধনে খালগুলোতে শুক্রবার  বিকালে ৫০হাজার মাছ অবমুক্ত করলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু ।
এর আগে ডেঙ্গু ও চিকনগুনিয়া মশক নিধনে সিটির বিভিন্ন খালে ৩০ হাজার ব্যাঙ ছেড়ে আলোচনায় আসেন সিটির এই তরুন মেয়র।
শুক্রবার বিকালে ময়মনসিংহ শিল্পকলা একাডেমির সামনে একটি খালে এই মাছ অবমুক্ত উদ্বোধন করা হয়। 
এসময় স্থানীয় কাউন্সিলার মোঃ শরীফুল ইসলাম শরীফ, মোছাঃ সেলিনা আক্তার, মসিকের স্যানিটারী ইন্সপেক্টর দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী সহ মসিকের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            