ময়মনসিংহে কোরবানী পশুর বর্জ্য অপসারণে মেয়র টিটুকে সাধুবাদ
 
                                                                                                এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ)
পবিত্র ঈদুল আজযাতে ২৪ ঘন্টার মধ্যে কোরবানী পশু ও পশুহাটের বর্জ্য অপসারন করে নাগরিকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু। দ্রুত সময়ের মধ্যে কোরবানীর পশু বর্জ্য অপসারন করে পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ায় মেয়র টিটুকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পবিত্র ঈদ উল আজহার দিন ২১ জুলাই পশু হাটের কার্যক্রম এবং পশুর কোরবানী সম্পন্ন হবার পর ২২ জুলাই দুপুরের আগেই সকল বর্জ্য অপসারণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।
সিটি কর্পোরেশেনের ৬০০ পরিচ্ছন্নতাকর্মী, ছোট-বড় ৫০ টি গাড়ি ৩ টি লোডার ও এসকাভেটর, ৬টি জীবাণুনাশক পানি ছিটানোর গাড়ির মাধ্যমে সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৪০১ টি পশু কোরবানী পয়েন্ট, ১০টি পশু হাট থেকে প্রায় ১৩০ টন কোরবানী পশুর বর্জ্য এবং প্রায় ২০ টন কোরবানী পশু হাটের বর্জ্য  অপসারণ করতে করেছে মসিক।
এ প্রসঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, কোরবানী পশু বর্জ্য ব্যবস্থাপনায় গত কয়েক বছরের মত এ বছরও সফলতা অর্জন করেছে। কোভিড পরিস্থিতির মধ্যেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস এবং নিরবচ্ছিন্ন পরিশ্রমে ২৪ ঘন্টা পূর্ণ হবার আগেই কোরবানী পশু ও পশু হাটের বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। নাগরিকদের কাছে দেওয়া কথা রাখতে পেরে এবং দ্রুততম সময়ে নগরীকে পরিচ্ছন্ন করতে পেরে ঈদের আনন্দ আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
মেয়র মোঃ ইকরামুল হক টিটু কোরবানী বর্জ্য অপসারণের এ সফলতায় নাগরিকদের সহযোগিতার জন্য এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিবেদিত কর্মের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
 মেয়রের নেতৃত্বে কর্মকর্তাদের জোরদার মনিটরিং এর মাধ্যমে দুর্গন্ধযুক্ত কোরবানীর বর্জ্য দিনরাত পরিশ্রম করে ২৪ ঘন্টার মধ্যেই অপসারণ করে সিটির নাগরিকদের সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটুর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতাগণ হলেন- পরিবেশ রক্ষা উন্নয়ন আন্দোলন সভাপতি  অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) ড. শাহাব উদ্দীন, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম,বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন ময়মনসিংহ জেলার সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডা: হরিশংকর দাশ, সম্পাদক ডা: এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফএমএ সালাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূখ।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            