আড়ানীর পৌর মেয়রকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়
 
                                                                                                রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে রবিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে বাঘা থানায় মামলা হয়েছে। এটি স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী মেয়র পদ থেকে তাকে অপসারণযোগ্য অপরাধ। এমন অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। তাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। মেয়র মুক্তার আলী গ্রেপ্তার হয়ে এখন অস্ত্র মামলায় চারদিনের রিমান্ডে আছেন। মঙ্গলবার তার রিমান্ড শেষ হবে। এ দিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। অবিলম্বে এটি কার্যকর হবে।
এক কলেজশিক্ষককে মারধরের জেরে মুক্তার আলীর বিরুদ্ধে গত মঙ্গলবার বাঘা থানায় একটি মামলা হয়। এরপর পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা, অস্ত্র এবং মাদকসহ স্ত্রী এবং দুই ভাতিজাকে গ্রেপ্তার করে। এরপর গত শুক্রবার ভোরে পাবনার ঈশ্বরদী থেকে মেয়র মুক্তার ও তার শ্যালককে গ্রেপ্তার করে। সেদিনই তার বাড়িতে আবারও অভিযান চালানো হয়। এ অভিযানেও মেলে নগদ টাকা, অস্ত্র এবং মাদক। বিকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
শুক্রবার থেকেই জেলার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে মেয়রকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            