কোপার ফাইনাল নিয়ে উত্তেজনা : ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষের খবর আর্জেন্টিনার গণমাধ্যমে
 
                                                                                                ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দুই ভাগে বিভক্ত। লাতিন আমেরিকার দুই দেশের ফুটবলের অগুনতি গুণমুগ্ধ রয়েছেন বাংলাদেশে। বিশ্বকাপ ফুটবলের সময় রীতিমতো পতাকা টানিয়ে সমর্থন প্রকাশের হিড়িক পড়ে এ বঙ্গে। চলে কথার লড়াই, যুক্তিতর্ক অনেক সময় চরম পর্যায়েও চলে যায়। ফুটবল আবেগ সংবরণ করতে না পেরে সমর্থকদের মধ্যে হাতাহাতি, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে বাংলাদেশে।
ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনায় মাতোয়ারা অনুরাগীদের জন্য বড় মঞ্চ হয়ে ধরা দিয়েছে কোপা আমেরিকার ফাইনাল। আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে লিওনেল মেসি ও নেইমারের দেশ। এ ফাইনাল নিয়ে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর্জেন্টিনার ইংরেজি সংবাদমাধ্যম বুয়েনস এইরেস টাইমস গতকাল খবরটি প্রকাশ করেছে। সংবাদ সংস্থা এএফপির করা সংবাদের কারণেই ফাইনাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ ছড়িয়েছে বিশ্বজুড়ে।
এএফপির সংবাদে বলা হয়, ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম এএফপিকে বলেছেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভালো খেলে, তা নিয়ে তর্কে হাতাহাতি হয় দুই ছেলের মধ্যে। এরপর তাতে আরো কয়েক জন যোগ দেয়।’ আগামীকাল ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
মেসি-নেইমারদের ট্রফির লড়াই চলাকালীন ১৫ হাজার কিলোমিটার দূরের ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনটাই জানিয়েছেন সদর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এমরানুল ইসলাম এএফপিকে আরো বলেন, ‘আমরা গ্রামবাসীকে বলেছি তারা বড় পর্দায় এ ম্যাচ দেখতে পারবেন না। ফাইনালের সময় গ্রামবাসীকে একসঙ্গে খেলা দেখতে নিষেধ করা হয়েছে।’ শুধু বুয়েনস এইরেস টাইমস নয় ফ্রান্সের সরকারি সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’-এর অনলাইন, মিশরের সংবাদমাধ্যম আল-আরহাম, যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসও তাদের অনলাইন বিভাগে খবরটি প্রাকশ করেছে।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            