ট্রাফিক পক্ষ উপলক্ষে এসএমপি ট্রাফিক বিভাগের বিশেষ সভা
 
                                                                                                "মেনে চলুন সকল আইন, হবে না দন্ড হবে না ফাইন।" 
"হাত ধোয়ার অভ্যাস করি, ঘরের বাইরে মাস্ক পরি।" 
স্লোগানকে সামনে রেখে আগামি ১৬ জুন হতে সড়কের শৃঙ্খলা ফেরানো, ট্রাফিক আইন মানা এবং উৎসাহিত করতে মহানগরীর সর্বমোট ১৩টি পয়েন্টে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হবে। এছাড়াও ট্রাফিক পক্ষ জুন’২০২১  উপলক্ষে মহানগরী বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে। আজ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ে কর্মরত সকল টিআই, সার্জেন্ট, টিএসআইগণকে ট্রাফিক পক্ষ জুন’২০২১  সঠিকভাবে পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। মহানগরীর নাগরিকদের  ট্রাফিক পক্ষ জুন’ ২০২১ সার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা প্রদর্শনের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            