ডিএমপির মিডিয়া শাখার নতুন উপ-কমিশনার ফারুক হোসেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক হোসেন।
রবিবার বিকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা অফিস আদেশে তাকে এই দায়িত্ব দেয়া হয়।
ছয় মাসেরও বেশি সময় ধরে ডিএমপির মিডিয়া বিভাগের প্রধানের পদটি শূন্য ছিল। বিভাগটির প্রধানের দায়িত্ব পালন করে আসা ওয়ালিদ হোসেন চলতি বছরের জানুয়ারিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ায় পদটি শূন্য হয়ে যায়। ছয় মাস পর ফারুক হোসেনকে সেই দায়িত্ব দেয়া হয়।
ফারুক হোসেন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিডিয়া কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।