গৃহকর্মী কর্তৃক চুরিঃ গ্রেফতারসহ স্বর্ণালংকার উদ্ধার
 
                                                                                                রাজধানীর কলাবাগানের এক বাসায় গৃহকর্মী কর্তৃক চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ ওই গৃহকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কলাবাগান থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই গৃহকর্মীর নাম রওশনারা ওরফে রসুনা ওরফে রুবি।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ পরিতোষ চন্দ্র  বলেন, গত ১৭ মে, ২০২১ দিবাগত রাতে কলাবাগান থানার ইস্টার্ন লেক সার্কাস এলাকার একটি বাসায় স্বর্ণালংকারসহ বেশকিছু দামি জিনিসপত্র চুরি হয়। এ ঘটনায় ২১ মে, ২০২১ কলাবাগান থানায় একটি চুরি মামলা রুজু হয়।
গৃহকর্মীকে গ্রেফতার সংক্রান্তে ওসি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে ওই গৃহকর্মীকে শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে তাকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে ২২ জুন, ২০২১ তারিখ রাত এগারটায় বারিধারা ডিওএইচএস থেকে গৃহকর্মী রসুনা ওরফে রুবিকে গ্রেফতার করা হয়।
তার দেয়া তথ্যমতে, রুবির গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার চালবন এলাকা থেকে চুরি হওয়া ডায়মন্ড লকেটসহ স্বর্ণের একটি চেইন, স্বর্ণের ৩টি আংটি, কানের দুল, ডায়মন্ড বসানো ওমেগা একটি ঘড়ি, সোনার ২ টি রুলি বালা ও নগদ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয় মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            