বৃষ্টির মধ্যেও অযথা বাইরে বেরিয়েছেন জনসাধারণ : লকডাউনের দ্বিতীয় গ্রেফতার ৩২০, জরিমানা সাড়ে ৫ লাখ
 
                                                                                                করোনার সংক্রমণ রোধে সরকার নির্ধারিত ‘কঠোর লকডাউনের’ দ্বিতীয় দিনে বৃষ্টির মধ্যেও অযথা বাইরে বেরিয়েছেন জনসাধারণ। শুক্রবার (২ জুলাই) বিকেল পর্যন্ত ডিএমপির সর্বশেষ খবর অনুযায়ী ৩২০ জনকে গ্রেফতারের তথ্য জানা যায়। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ২০৮ জনকে। গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় ২১৯টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। একইসঙ্গে জরিমানা করা হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ‘লকডাউনের’ দ্বিতীয় দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধিনিষেধ মানাতে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় ২০৮ জনকে।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            