শিরোনাম

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছের ড্রামে লুকিয়ে বাড়ি যাচ্ছিলেন কয়েকজন

 প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০২:২১ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ


করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন চলছে দেশব্যাপী। বন্ধ সব ধরনের পরিবহন। কিন্তু এর মধ্যেই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রাকে মাছের ড্রামের ভেতরে বসে বাড়িতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ট্রাকটি ঢাকা থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে পুলিশ সেটি তল্লাশি করে। এসময় ১০ জনকে মাছের ড্রামের ভেতরে দেখতে পায় পুলিশ।

শুক্রবার দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তায় গাজীপুর মহানগর পুলিশের চেকপোস্টে ওই ট্রাকে তল্লাশি চালানো হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার (এসি) বেলাল হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মাছের ড্রামের ভেতর থেকে ১০ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ট্রাকচালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ এর আরও খবর: