অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন দিলেন খঃ মমতা হেনা লাভলী এমপি
 
                                                                                                মো,আবু জুবায়ের উজ্জ্বল (টাঙ্গাইল):
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের অক্সিজেনের ঘাটতি পুরনের  জন্য অত্যাধুনিক মানের ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন উপহার দিয়েছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মমতা হেনা লাভলী এমপি।
তিনি আজ দুপুরে  এ উপহার হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
এসময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ খন্দকার সাদিকুর রহমান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম সজীবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            