রূপসার শ্রীফলতলা ইউনিয়নে ‘সালাম মূশের্দী সেবা সংঘে’র মাক্স বিতরণ
রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট আওয়ামীলীগ কার্যালয়ে সকল শ্রেণীর মানুষের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার (২৮ জুলাই) ‘সালাম মূশের্দী সেবা সংঘে’র আয়োজনে মাক্স বিতরণ করেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী।
এসময় তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। করোনা শুরুর পর থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে সহায়তা করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, ইউপি সদস্য সাইদুর রহমান, শ্রীফলতলা ক্যাম্প ইনচার্জ সেকেন্দার আলী, হিরন আহমেদ হিরু,সিরাজ সরদার,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, শ্রমীক নেতা জামাল শেখ, কামাল হোসেন লেলিন,মান্নান ফকির, মহাসিন মোল্লা, শারাফাত হোসেন উজ্জল, নারগিজ বেগম, অঞ্জনা,মিনারা বেগম,রেশমা বেগম,হিরা বেগম,মাহফুজ রানা, খোকা হালদার,সেবা সংঘের সহকারী টিম লিডার,তরিকুল ইসলাম,খলিল, ছাত্রলীগের এস এম রিয়াজ, জাহিদুল, হৃদয় প্রমূখ।