চুয়াডাঙ্গা ৮ মোবাইল কোর্টে ৫২ মামলা
 
                                                                                                ২৩জুন চুয়াডাঙ্গা জেলায় ৮ টি মোবাইল কোর্টে ৫২ টি মামলায় ৫৪ জনকে ৭৪হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে এবং ২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ৩০ টি ইজিবাইক জব্দ করা হয়েছে। ঘরে  নিরাপদে থাকতে , একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না যেতে আর বের হলে মাস্ক পরে বের হতে জেলা প্রশাসনের পক্ষ  থেকে জনসাধারণের প্রতি অনুরোধ করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            