বিদায়ী সপ্তাহে আড়াই হাজার কোটি টাকা বাজার মূলধন যোগ হয়েছে
 
                                                                                                আগের সপ্তাহে পতন হলেও বিদায়ী সপ্তাহে ২০ জুন থেকে ২৪ জুন পর্যন্ত উত্থান হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহটিতে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
তবে গেল সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে কিছুটা কমেছে। আগের সপ্তাহে বাজার মূলধন ১৮ শত কোটি টাকার বেশি কমলেও বিদায়ী সপ্তাহে যোগ হয়েছে আড়াই হাজার কোটি টাকা।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকায়। 
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের ২ হাজার ৫০৩ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।
সপ্তাহটিতে ডিএসইতে ৯ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ ১৮ হাজার ৮১৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকার। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৭৪ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৪৩৮ টাকা বা ৩ শতাংশ কমেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪০.০৮ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২.৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৯৩ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৪৭ পয়েন্ট বা ০.১ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ৩০১.৮৬ পয়েন্ট এবং ২ হাজার ১৯৯.৫৩ পয়েন্টে।
এ সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২৪টির বা ৫৯.৭৩ শতাংশের, কমেছে ১৪০টির বা ৩৭.৩৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১টির বা ২.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৮৯০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার ২৩২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১১৬ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৬৫৮ টাকা বা ২৬ শতাংশ বেশি হয়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৩৩ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৫৭.২৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৬.৩১ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ১.৭৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ, সিএসই-৫০ সূচক ৪.৩২ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং সিএসআই ৮.২২ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৬২২.৫১ পয়েন্ট, ১৩ হাজার ১০৬.৬৮ পয়েন্টে, ১ হাজার ২৮১.৬৫ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ৮৩.৪৪ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯২টির বা ৫৬.৯৭ শতাংশের দর বেড়েছে, ১৩৫টির বা ৪০.০৬ শতাংশের কমেছে এবং ১০টির বা ২.৯৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            