নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিক নিহতের ঘটনায় আইএলওর শোক প্রকাশ
 
                                                                                                নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে ৫২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এক বিবৃতির মাধ্যমে এ শোক প্রকাশ করে সংস্থাটি। বিবৃতিতে আইএলও জানায়, নিহত শ্রমিকদের মধ্যে অনেক অপ্রাপ্তবয়স্ক রয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। আমরা কারখানার অগ্নিকাণ্ডের নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।
বাংলাদেশের ভবন মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথ নীতিমালা অনুসরণ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। 
বিবৃতিতে তারা জানিয়েছে, হাজার হাজার শ্রমিক কারখানাগুলোতে দিনের বেশির ভাগ সময় অতিবাহিত করেন। কিন্তু ভবনগুলো সুরক্ষিত না হওয়ায় অনেক সময় বিভিন্ন দুর্ঘটনায় তাদের জীবন দিতে হয়। 
এ ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয় যে, কারখানা বিল্ডিংগুলো জাতীয় অবকাঠামো নির্মাণ নীতি অনুসরণ করে নির্মাণ ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাটি অবকাঠামো নির্মাণে নীতিমালা অনুযায়ী তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়েছে।
বিবৃতিতে তারা আরও জানায়, যদি দুর্ঘটনাস্থলে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা কার্যকর থাকত তাহলে এ ধরনের জরুরি পরিস্থিতিতে শ্রমিকদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব হতো। 
সংস্থাটি জানায়, তারা এরই মধ্যে তৈরি পোশাক (আরএমজি) শিল্প-কারখানাগুলোয় কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকার, প্রতিষ্ঠানগুলোর কর্মী, বিভিন্ন শ্রমিক সংগঠন ও উন্নয়ন সহযোগিদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
আরএমজি সেক্টরে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে ৮ বছর ধরে আইএলও বাংলাদেশ সরকারের শ্রম পরিদর্শন দপ্তরের সঙ্গে কাজ করছে। তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তারা এ কার্যক্রম পরিচালনা করছে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            