ময়মনসিংহে করোনায় আরও ১৭ জনের মৃত্যু
 
                                                                                                রাসেল আহমেদ (ময়মনসিংহ) :
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার অপর্না গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০), নাসিরুদ্দিন (৬৫), তারা বালা সাহা (৮০), তারাকান্দার শাহিদা বেগম (৩৮), শেরপুর সদর উপজেলার গেন্দাফুল (৩৫), জামালপুর বকসিগঞ্জের রোকেয়া (৬০) কিশোরগঞ্জ ভৈরবের আকলিমা (৪৯)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জেসমিন রহমান (৬৩), আবদুর রশিদ (৬৫), মুক্তাগাছার মরিয়ম বেগম (৭০), সোহরাব উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার পারভিন আক্তার (৩৫), আছিয়া বেগম (৪০), তারাকান্দার সুরুজ আলী (৪৮), সুনামগঞ্জের দিজেন্দ্র (৬৫) গাজিপুর শ্রীপুরের শিল্পী বেগম (৪০)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪৩৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৭৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।
এছাড়াও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এছাড়াও ফাঁকা নেই আইসিইউ বেড।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            