কারিগরি জটিলতায় লেনদেন বন্ধ ডিএসইতে
 
                                                                                                কারিগরি জটিলতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে। রবিবার সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার পরে বেলা ১১টা ৮ মিনিটে বন্ধ হয়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা সমস্যার সমাধান পেয়েছি, কিছুক্ষণের মধ্যে লেনদেন শুরু হবে। রবিবার বেলা আড়াইটা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়ার কথা ছিল আছে। তবে বেলা সোয়া ১২টা পর্যন্ত লেনদেন বন্ধই ছিল।’
লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২২ পয়েন্টে উঠেছিল। লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            