ওষুধের নকল মোড়ক তৈরির দায়ে ১১ লাখ টাকা জরিমানা
 
                                                                                                বিভিন্ন ব্র্যান্ডের ওষুধের নকল মোড়ক ও প্যাকেট তৈরির দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি কারখানায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।  

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            