দক্ষিণ সুরমায় ৩ চোরাইকৃত সিএনজি গাড়ীসহ ২ জন আটক
 
                                                                                                ১৪ই জুন সোমবার  সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই বঙ্গবীর রোডস্থ মনির ট্রেডার্সের সামনের পাকা রাস্তায় ১টি কাভার্ডভ্যান থেকে কয়েকটি চোরাইকৃত সিএনজি নামানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই লিটন চন্দ্র দত্ত, এএসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনির উদ্দিন (৩৫), পিতা-মৃত আব্দুল মুতলিব  সাং-তেতলী উত্তরপাড়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট,  আমিনুর রহমান (৩৩), পিতা-আব্দুর রহমান, মাতা-আমেনা বেগম, সাং-মোহাম্মদপুর, ডাক-জগৎবার, থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাট, বর্তমানে-ডিপো ট্রাভেলস, মাদারবাড়ী, থানা-কদমতলী, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে আটক করেন। 
আটকদের নিকট থেকে ৩টি চোরাইকৃত রেজি: বিহীন সিএনজি গাড়ী উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৬লাখ টাকা এবং বহনকাজে ব্যবহৃত ০১টি হলুদ রংয়ের কাভার্ডভ্যন উদ্ধার পূর্বক ১৪জুন এসআই লিটন চন্দ্র দত্ত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৩  ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন  দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            