আনোয়ারায় অবৈধ ডলারসহ আটক ১
 
                                                                                                এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৪ হাজার ৮০০ মার্কিন ডলারসহ ওসমান গনি (৩৮) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
বুধবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের মোহছেন আউলিয়া মাজারের সামনে রুস্তম হাট বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা নগদ অর্থ পাওয়া যায়।
আটককৃত ওসমান গণি উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার ইব্রাহিমের ছেলে।
জানা যায়,আটক ওসমান গণি উপজেলার বটতলী রুস্তম হাট এলাকাসহ নানা জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মার্কিন ডলারসহ হুন্ডি ব্যবসা করে যাচ্ছে। তার কাছে ডলার বিক্রয়ের কোন বৈধ কাগজপত্র কিংবা লাইসেন্স না থাকা সত্ত্বেও সে অবৈধভাবে এই কাজের সাথে লিপ্ত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, ৪ হাজার ৮০০ মার্কিন ডলার ও নগদ অর্থসহ  ওসমান গনি নামের এক অবৈধ ডলার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
p
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            