লালমনিরহাটে ৪ কেজি গাঁজাসহ আটক ২
 
                                                                                                রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এসআই মো. রেজাউল আলম (আইসি গোড়ল তদন্ত কেন্দ্র) সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোড়ল ইউনিয়নের গোড়ল হলমোড় থেকে চার কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি চার্জার ভ্যানসহ দুইজনকে গ্রেফতার করা হয়। 
পরবর্তীতে গ্রেফতার করা আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা করা হয়।মামলা নং-২৮, তাং-২১/০৬/২০২১ইং তারিখ।
ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ রুজু করা হয়। 
উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) মো. রেজাউল আলম (ইনচার্জ গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র), লালমনিরহাট।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            