মৌলভীবাজারের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
 
                                                                                                মৌলভীবাজার জেলাকে মাদক ও  চোরাচালান মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়া নির্দেশে জুড়ী থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী ওয়ারেন্ট আসামিদের অপেক্ষায় জুড়ী থানাধীন সাগরনাল ইউনিয়নের অন্তর্গত মোকাম বাজারে অবস্থান কালে ২৩জুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  ৭নং ফুলতলা ইউনিয়নের অন্তর্গত ফুলতলা বাজারস্থ আপন ষ্টুডিওতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী  সাজু আহমদ(২৮), পিতা- এলাইছ আহমদ, সাং-ফুলতলা বাজার, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজারের নিকট থেকে ১টি নীল রংয়ের পলিথিনে মোড়ানো ১০০ ইয়াবাসহ আটক করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            